Home / প্রবাস / বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুল স্ট্রোক করে হসপিটালে আইসিইউতে

বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুল স্ট্রোক করে হসপিটালে আইসিইউতে

রাশেদুল ইসলাম, অষ্ট্রেলিয়া- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুলকে ২৬ মার্চ মধ্যরাতে গুরত্বর অসুস্থ অবস্থায় কেন্টারবারী হাসপাতালে নেওয়া হয়। জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক ভাবে ডা: ওহাব বকুলের স্ট্রোক হয়েছে বলে নিশ্চত করেন। এরপরই কমউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। বাংলাদেশ কমিউনিটি অষ্ট্রেলিয়ার তিনি একজন সাদা মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি কমউনিটির বিভিন্ন কাজে অংশগ্রহন করে আসছেন। একুশে একাডেমী, ইউনাইটেড সোসাইটি, স্বাধীনতা দিবস মেলাসহ বিভিন্ন সংগঠনে তিনি কাজ করেছেন দক্ষতার সাথে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া দেখা দেয়। তিনি বর্তমানে কেন্টারবারী হাসপাতালের আইসিসিইউ ওয়ার্ড এ ২ নম্বর বেডে হৃদরোগ ব্লকে চিকিৎসাধীন আছেন। ডা: ওহাব বকুল তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

About

আরও পড়ুন...

পরদেশী বন্ধু মহল কুয়েতের উদ্যোগে বনভোজন

পরবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে কুয়েত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রাণবন্ত আনন্দ ভ্রমণের। …