বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে কুয়েতে প্রতিবাদ সভা করেছে বিএনপি কুয়েত রাজ্য শাখা । শনিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে কুয়েত বিএনপির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় কুয়েত বিএনপির নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন গুম, হত্যা, ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিচার না করে আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার স্বপ্ন দেখছে । বিএনপির অগণিত নেতাকর্মিকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করে রেখেছে। বক্তারা আরো বলেন গুম হত্যা আর মিথ্যা মামলা দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের থামিয়ে রাখতে পারবে না। যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সোয়েব আহমেদ, মাস্টার নুরুল ইসলাম, আল আমিন চৌধুরী স্বপন, মঈন উদ্দীন মঈন, যুগ্ন সম্পাদক আবুল হাশেম এনাম, আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, আ. ন. ম. তোহা মিলন, ফাইজুর রহমান সুমন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ জাহান সবুজ।
Discussion about this post