বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার বৈঠক করবেন বাংলাদেশে সফররত আমেরিকার মন্ত্রী ওয়েন্ডি আর শারমেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সহকারী শাইরুল কবির খান জানান, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আমেরিকান মন্ত্রী বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন নয়া দিল্লি, পাটনা ও কাঠমান্ডু হয়ে বৃহস্পতিবার ঢাকা পৌঁছেছেন।বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের সুশাসন, সুশীল সমাজ, নারী ইস্যু, অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি ঢাকার বাইরে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের সঙ্গেও কথা বলবেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বিদেশীদের সঙ্গে তার গুলশান কার্যালয়ে বৈঠক করলেও শুক্রবার হওয়ায় মার্কিন মন্ত্রীর সঙ্গে এ বৈঠকটি বাসায় হবে। কারণ শুক্রবার দিন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যান না।
Discussion about this post