বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘কোনো বিদেশি শক্তি আপনাদের ক্ষমতায় রাখতে পারবে না, ক্ষমতায় আনতেও পারবে না। আপনারা যে প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চাচ্ছেন সে প্রক্রিয়ায় জনগণ থাকতে দেবে না।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জাগপার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবসে খালেদা জিয়াকে জাতীয় স্মৃতিসৌধে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এমকে আনোয়ার বলেন, ‘আপনার মুখে মুক্তিযুদ্ধের কথা মানায় না। আপনি তো একাত্তরে ১২শ টাকা আনতেন পাকিস্তান থেকে, থাকতেন ওখানে। এই জাতি যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিল না, তখন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখের বক্তব্য শুনলে মানুষ চিন্তায় পড়ে যায়, কার বক্তব্য শুনছি, প্রধানমন্ত্রী না অন্য কারো। আপনাকে মনে রাখতে হবে, আপনি যে ভাষায় কথা বলেন, বক্তব্য দেন, তাতে এদেশের মানুষ আপনার ওপর খুশি নয়। এ ধরনের বক্তব্যে আপনারই ক্ষতি হবে। আপনার এই ধরনের কুৎসিত বক্তব্যের কারণে আমাদের সুপ্রিম কোর্ট আপনাকে ‘রং হেডেড’ বলেছিলেন। আপনার উচিত ছিল এখন ভালো কথা বলে সেই দুর্নাম ঘুচিয়ে দেওয়া। কিন্তু আপনি পুরনো কথা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন।’ প্রধানমন্ত্রীকে রাজনৈতিক নেতার মতো বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জিয়াউর রহমান ভারতেও যাননি, পাকিস্তানেও যাননি। এসব জায়গায় কারা আশ্রয় নিয়েছিল, জাতি তা জানে।’ তিনি বলেন, ‘সম্প্রতি একটি প্রকাশনা উৎসব বন্ধ করে দিয়ে আপনারা মত প্রকাশে আবার বাধা দিলেন। আপনারা যে গণতন্ত্রে বিশ্বাস করেন না তা আবারও প্রমাণ করলেন।’ আনোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে যাচ্ছেন ২০২১ সালের বিভিন্ন পরিকল্পনার কথা ও আশা- আকাঙ্ক্ষার কথা শোনাচ্ছেন। কিন্তু তিন বছরে আপনারা কি করেছেন? তিন বছরে আপনারা জাতিকে উপহার দিয়েছেন হত্যা, সন্ত্রাস, গুম আর দুর্নীতি। কি করে আশা করেন জনগণ আপনাদের আবার ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আপনাকে মনে রাখতে হবে, জনগণই ক্ষমতার উৎস। কোনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার সুযোগ এদেশের জনগণ আপনাকে দেবে না।’ মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব জাগপার সভাপতি বেলায়েত হোসেন মোড়ল। বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, যুব জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার সহ -সভাপতি মহিউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস প্রমুখ।
Discussion about this post