Home / শীর্ষ সংবাদ / বিদেশী মিশনগুলোতে প্রশাসনের ১৫ কর্মকর্তাকে নিয়োগ- কুয়েতে প্রথম সচিব পদে নিয়োগ পেলেন মো: জহিরুল ইসলাম খান

বিদেশী মিশনগুলোতে প্রশাসনের ১৫ কর্মকর্তাকে নিয়োগ- কুয়েতে প্রথম সচিব পদে নিয়োগ পেলেন মো: জহিরুল ইসলাম খান

বিদেশে বাংলাদেশের ১৫টি মিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ে প্রথম ও দ্বিতীয় সচিব পদে ১৫ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকেই প্রথম সচিব পদে নিয়োগ দেয়া হয়। গত বৃহস্পতিবার শেষবেলায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

ওই আদেশে প্রথম সচিব পদে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল আমিনকে যুক্তরাজ্যের লন্ডনে, মো: মশিউর রহমান তালুকদারকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, কিশোরগঞ্জের কুলিয়ারচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা: রফিকুল ইসলামকে সিঙ্গাপুরে, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো: সাখাওয়াৎ হোসেনকে কানাডার অটোয়ায়, ভোলার তজমুদ্দিনের ইউএনও মুহম্মদ কামরুজ্জামানকে সৌদি আরবের জেদ্দায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: রেয়াজুল হককে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে, কুমিল্লা জেলার চান্দিনার ইউএনও শেখ ছালেহ আহাম্মদকে ইতালির রোমে, খাগড়াছড়ির মহালছড়ির ইউএনও মোহাম্মদ আশফাকুল নুমানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: শামীম হোসেনকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, নূর-এ-মাহবুবা জয়াকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, জামালপুরের এডিসি মো: জহিরুল ইসলাম খানকে কুয়েতে, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী নুরুল ইসলামকে সৌদি আরবের রিয়াদে, বরিশাল সিটি করপোরেশনের সচিব মো: আবু সাঈদকে ওমানের মাস্কাটে, মৌলভীবাজারের কুলাউড়ার ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানকে কাতারের দোহায় নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ রেজাউল করিমকে (১৫০২১) যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

About

আরও পড়ুন...

কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স

বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …