Home / বিনোদন / বিদ্যাকে পেছনে ফেলে সেরা যৌন আবেদনময়ী হলেন সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা

বিদ্যাকে পেছনে ফেলে সেরা যৌন আবেদনময়ী হলেন সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা

বলিউডের মধ্যে গত বছরের সেরা যৌন আবেদনময়ী অভিনেত্রী কে ছিলেন-এমন প্রশ্নে নির্দ্বিধায় হয়তো অনেকেই  বলে ফেলবেন বিদ্যা বালানের নাম। কারণ, গত বছর ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে তিনি প্রথমবারের মতো ব্যাপক খোলামেলারূপে হাজির হয়ে যে যৌন আবেদন প্রদর্শন করেছেন তা ছিল সত্যিই অবাক করার মতো। ছবিতে ঘনিষ্ঠ কিছু দৃশ্যে অভিনয় করে গত বছরের সবচেয়ে আলোচিত অভিনেত্রীতে পরিণত হন তিনি। এ ছবিতে অসাধারণ অভিনয়-পারফরমেন্সের বদৌলতে ইতিমধ্যে বেশ কিছু অ্যাওয়ার্ডও অর্জন করেছেন বিদ্যা । কিন্তু গত বছরের সবচেয়ে যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন না তিনি।

এদিক থেকে বিদ্যাকে পেছনে ফেলে সেরা যৌন আবেদনময়ী হলেন সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। পিইটিএ প্রতি বছরই দর্শক জরিপের মাধ্যমে ‘সেক্সিয়েস্ট ভেজিটেরিয়ান নারী’ হিসেবে একজনকে নির্বাচন করে থাকে। আর এবার এ খেতাব পেলেন মল্লিকা। পিইটিএ’র এক মুখপাত্র জানান, ভোট নেয়ার সময় আমরা নিজেরাও বেশ অবাক হচ্ছিলাম। কারণ, এবারের খেতাবটি বিদ্যার ঝুলিতেই যাবে বলেই অনুমান করছিলাম। কারণ, ‘দ্য ডার্টি পিকচার’ ছবির মাধ্যমে হট অভিনেত্রী হয়েছিলেন তিনি। কিন্তু দর্শক শেষ পর্যন্ত সেরা যৌন আবেদনময়ী নারী হিসেবে মল্লিকাকেই নির্বাচন করেছেন। দর্শকরা নিশ্চয়ই ভেবেচিন্তেই তাদের মতামত দিয়েছেন। এদিকে বলিউডের হার্টথ্রব অভিনেতাদের পেছনে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিয়ে পিটিআইএ’র দর্শক জরিপে ‘সেক্সিয়েস্ট ভেজিটেরিয়ান পুরুষ’ নির্বাচিত হয়েছেন ‘কোলাভেরি ডি’ খ্যাত তামিল নায়ক ও গায়ক ধনুষ।

About site-admin

আরও পড়ুন...

কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন’র আয়োজনে T20-প্রীতি ম্যাচ

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে প্রবাসী ক্রীড়া প্রেমীদের উৎসর্গে T20-প্রীতি ক্রিকেট ম্যাচ- ২০২১ আয়োজন করা …