(ম. রফিক; বগুড়া) : বগুড়া রিপোর্টার্স ফোরামে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল নেটওয়ার্ক ফর কনসার্নড জার্নালিষ্টের (এনএনসিজে) মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হাসিবুর রহমান বিলু সভাপতি ও যুগান্তর বগুড়া ব্যুরো প্রধান মোঃ নাজমুল হুদা নাসিমকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
এনএনসিজের সদস্য কলেরকণ্ঠের ফটোসাংবাদিক ঠান্ডা আজাদের সভাপতিত্বে সভায় ৩০ জন নারীকে সাংবাদিকতা বিষয়ে হাতেখড়ি ও এনএনসিজে সদস্যদের মানবাধিকার আইন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে হাসিবুর রহমান বিলু, মোঃ নাজমুল হুদা নাসিম, দিগন্ত টিভির এফ. শাহজাহান, সমকালের এসএম কাওসার, ইনকিলাবের মাহফুজ মন্ডল, বাংলানিউজের টিএম মামুন, আমারদেশের আসাদুজ্জামান ফিরোজ, আজকালের খবরের আবুল কালাম আজাদ, ডেইলি সানের মনিরুল ইসলাম মারুফ ও চ্যানেল আইয়ের শাহজাহান আলী বাবু প্রমুখ বক্তব্য রাখেন। নবগঠিত এনএনসিজে বগুড়া শাখার অন্য সদস্যরা হলেন�এফ. শাহজাহান সহ-সভাপতি, ঠান্ডা আজাদ যুগ্ম সম্পাদক এবং আবুল কালাম আজাদ কোষাধ্যক্ষ, দপ্তর ও প্রচার সম্পাদক। দু�জন নির্বাহী সদস্য হলেন�এসএম কাওসার ও টিএম মামুন। এনএনসিজে সদস্যরা প্রতি মাসের ১ ও ১৫ তারিখে মিলিত হবার সিদ্ধান্ত নেন।
Home / দেশ / সারাদেশ / বিলু সভাপতি ॥ নাসিম সম্পাদক নির্বাচিত নেটওয়ার্ক ফর কনসার্নড জার্নালিষ্ট বগুড়া শাখার কমিটি গঠন-
আরও পড়ুন...
জলাবদ্ধতা সকট নিরসনে বারইয়ারহাটে চলছে উচ্ছেদ অভিযান
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে উচ্ছেদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পৌর …