Home / বিশ্ব / বিশ্বজুড়ে ২৪ লাখ মানুষ আদম পাচারের শিকার: জাতিসংঘ-

বিশ্বজুড়ে ২৪ লাখ মানুষ আদম পাচারের শিকার: জাতিসংঘ-

সারা বিশ্বের ২৪ লাখ মানুষ আদম পাচার চক্রের শিকার বলে জাতিসংঘের নতুন এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। আর আদম পাচারের শিকার প্রতি ৩ জনের মধ্যে ২ জনই নারী। এখানেই শেষ নয়। এর মধ্যে ৮০ শতাংশ মানুষকে যৌন দাসবৃত্তিতে বাধ্য করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আদম পাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্র প্রতি বছর এভাবেই ৩২ বিলিয়ন ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে বলে ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়। আর আদম পাচারের শিকার এসব ভুক্তভোগীদের প্রতি ১শ’ জনের মধ্যে ১ জনকে মাত্র উদ্ধার করা সম্ভব হয়।

About

আরও পড়ুন...

স্পেনে করোনার টিকা প্রদান শুরু

সাহাদুল সুহেদ, স্পেন: করোনাভাইরাস প্রতিরোধে স্পেনে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় …

error: Content is protected !!