Home / বিশ্ব / বিশ্বজুড়ে ২৪ লাখ মানুষ আদম পাচারের শিকার: জাতিসংঘ-

বিশ্বজুড়ে ২৪ লাখ মানুষ আদম পাচারের শিকার: জাতিসংঘ-

সারা বিশ্বের ২৪ লাখ মানুষ আদম পাচার চক্রের শিকার বলে জাতিসংঘের নতুন এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। আর আদম পাচারের শিকার প্রতি ৩ জনের মধ্যে ২ জনই নারী। এখানেই শেষ নয়। এর মধ্যে ৮০ শতাংশ মানুষকে যৌন দাসবৃত্তিতে বাধ্য করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আদম পাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্র প্রতি বছর এভাবেই ৩২ বিলিয়ন ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে বলে ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়। আর আদম পাচারের শিকার এসব ভুক্তভোগীদের প্রতি ১শ’ জনের মধ্যে ১ জনকে মাত্র উদ্ধার করা সম্ভব হয়।

About

আরও পড়ুন...

যাঁরা ভ্যাকসিন গ্রহণ করেননি তাঁরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না

করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর অবস্থানে কুয়েত সরকার । দেশটিতে অবস্থানরত সকল জনগণের সুরক্ষায় যুগোপযোগী …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ