Home / দেশ / বিশ্বনাথে প্রবাসীর মাকে কুপিয়ে হত্যা-

বিশ্বনাথে প্রবাসীর মাকে কুপিয়ে হত্যা-

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন লন্ডন প্রবাসীর মা সুরেজা বেগম (৫০)। শনিবার রাতে উপজেলার শিমুলতলা টুকেরকান্দি গ্রামে নিজ বসতঘরে তাকে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার সন্ধ্যায় তার লাশ বাবার বাড়ি মোহাম্মদপুর গ্রামে দাফন করা হয়েছে।সুরেজা বেগম তার বাড়িতে একা থাকতেন। তার ১ ছেলে ও ৩ মেয়ে সবাই লন্ডন প্রবাসী। তিনি একা থাকার সুবাধে সম্প্রতি সুহেনা নামে তার এক ভাইয়ের মেয়েকে বাড়িতে আনেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুখোশপরা কয়েকজন দুর্বৃত্ত সুরেজা বেগমের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় সুহেনা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় ওই গৃহকর্ত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …