বিশ্বব্যাপী ইন্টারনেটের গতি বৃদ্ধিতে এগিয়েছে কুয়েত। অবাধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন প্রবাসীরা।
বিশ্বব্যাপী ইন্টারনেটের গতি বৃদ্ধিতে এগিয়েছে কুয়েত। গতকাল আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় কুয়েত ইন্টারনেটের গতিতে আরব বিশ্বের মধ্যে প্রথম স্থানে এবং বিশ্বব্যাপী ৮২ তম স্থানে আছে। কুয়েতে জেইন, ওরিডো এসটিসি ( ZAIN, OOREDOO, STC) তিনটি মোবাইল কোম্পানি ছাড়াও বেশ কয়েকটি ব্রডব্যান্ড কোম্পানি ইন্টারনেটের সেবা পরিচালনা করে থাকে। তাছাড়া মোবাইল কোম্পানি গুলো প্রায় সময় বিভিন্ন ছাড় দিয়ে থাকেন মনে হয় যেন প্রতিযোগিতা লেগে আছে । সকল প্রবাসীর সাধ্যের মধ্যে স্বল্প মূল্যে হাই স্পীড ইন্টারনেট ব্যবহার করতে পারেন। কুয়েতের সর্বত্র এখন ৫ জি নেটওয়ার্কে আওতায়। গ্রহকরা পূর্বে ৪ জি ইন্টারনেট যে মূল্যে ক্রয় করতেন সেই একই মূল্যে ৫ জি পাচ্ছেন এতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও সুফল ভোগ করছেন। মধ্যপ্রাচ্যের অন্যতম তৈল সমৃদ্ধ ধনী দেশ কুয়েত । দেশটিতে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় আড়াই লাখ । সাধ্যের মধ্যে এবং সহজলভ্য হওয়ায় অনেকে একাধিক মোবাইল ব্যবহার করেন। শেখ শাসিত উপসাগরীয় দেশটিতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমু, ভাইবার, টিকটক সহ সকল প্রকার স্যোসাল মিডিয়ায় কোন বাধা বাধ্যকতা নেই, অবাধে ব্যবহার করছেন সবাই। কুয়েতের স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসী সহ মোট জনসংখ্যা ৪.৩৫ মিলিয়ন। তথ্যমতে বর্তমানে দেশটিতে ৪.৩১ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী অর্থাৎ কুয়েতে ইন্টারনেট ব্যবহারকারী মোট জনসংখ্যার ৯৯ শতাংশ। স্থানীয় আইন মেনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন প্রবাসী বাংলাদেশীরা এই অভিমত বিশিষ্ট জনের।
Discussion about this post