Home / বিশ্ব / বিশ্বের সবচেয়ে উঁচু সম্প্রচার টাওয়ার বানালো জাপান-

বিশ্বের সবচেয়ে উঁচু সম্প্রচার টাওয়ার বানালো জাপান-

বিশ্বের সবচেয়ে উঁচু সম্প্রচার টাওয়ার বানালো জাপান। যার নাম দেয়া হয়েছে টোকিও স্কাই ট্রি। টাওয়ারটি উচ্চতার দিক থেকে দুবাইয়ের বুর্জ খালিফার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাপানের রাজধানী টোকিওর মধ্যভাগে তৈরি এই রেডিও সম্প্রচার টাওয়ারটি ৬৩৪ মিটার বা দুই হাজার আশি ফুট উঁচু। যা মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু সম্প্রচার টাওয়ার। ইতিমধ্যেই এই সম্প্রচার টাওয়ারটি নির্মান শেষ হয়েছে। আশা করা হচ্ছে আগামী মে মাস থেকে টোকিও স্কাই ট্রি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। টাওয়ারটি নির্মান প্রসঙ্গে জাপান সরকার বলেছে যে, এতদিন টোকিওর সবচেয়ে উঁচু ইমারত ছিলো ১৯৫৮ সালে তৈরি টোকিও টাওয়ার। যার উচ্চতা ৩৩৩ মিটার। ফলে এতদিন এই টাওয়ারটির জন্য শহরের রেডিও ও টিভি সিগন্যাল ধরতে বেশ বেগ পেতে হতো। এছাড়া টোকিওর ডিজিটাল টেলিস্টারিয়াল টিভি ব্রডকাস্টিং টাওয়ারটিও টোকিও টাওয়ারের চেয়ে অনেক ছোট হয়ে যায়। মূলত তার জন্যই একটি সম্প্রচার কোম্পানি ২০০৬ সালে ছয়শ মিটার উচ্চতার একটি রেডিও সম্প্রচার টাওয়ার নির্মানের উদ্দোগ নেয়। অবশেষে ২০০৮ সালে জুলাইয়ে টোকিও স্কাই ট্রির নির্মাণ কাজ শুরু হয়। এবং ২০১২ সালে ফেব্রুয়ারি মাসের শেষে এর নির্মাণ সমাপ্ত হয়। এর নিচ তলায় পর্যটকদের জন্য পুরো টাওয়ারটির বাইরের চারপাশ দেখার জন্য বিশাল একটি টিভি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এর চুড়াতে শহর দেখবার জন্য একটি অবজার্ভেসন স্টেশনও স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২২ মার্চ থেকে টাওয়ারটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

About

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ