বাংলার বার্তাঃ আন্তর্জাতিক তাপমাত্রা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ ”এল দুরাদো ওয়েদার ফোরকাস্ট” ওয়েবসাইট দ্বারা প্রকাশিত তথ্যের বরাত দিয়ে কুয়েতে স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় সম্প্রতি রেকর্ড অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের ১৫ টি শহরের তাপমাত্রা সর্বোচ্চ স্থানে আছে । এর মধ্যে কুয়েতেই আটটি অঞ্চলকে সবচেয়ে উষ্ণ তাপমাত্রার অঞ্চল হিসেবে অভিহিত করা হয়েছে। কুয়েতের নুওয়াইসিব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৩.২ ডিগ্রি সেলসিয়াস। র্বোচ্চ তাপমাত্রার অন্য সাত টি শহরের মধ্যে চারটি ইরান এবং তিনটি ইরাকে অবস্থিত।
সর্বাধিক তাপমাত্রা সহ শহরগুলির হলো নুওয়াইসিব (কুয়েত) তাপমাত্রা ৫৩.২ ডিগ্রি সেলসিয়াস, আহওয়াজ ও উমাইদিয়া (ইরান) ৫০.১ ডিগ্রি সেলসিয়াস, জাহরা (কুয়েত) ৪৯.৭ ডিগ্রি সেলসিয়াস, সুলাইবিয়া (কুয়েত) ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস, আমারাহ (ইরাক) ৪৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে , মুতরিবাহ ৪৯ ডিগ্রি সেলসিয়াস, আবাদান (ইরান) ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস, সাফিয়াবাদ দেজফুল (ইরান) ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস, আবদালি (কুয়েত) ৪৮.৭ ডিগ্রি সেলসিয়াস, বাসরা আন্তর্জাতিক বিমানবন্দর ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস, ফাও (ইরাক) ৪৮.৬ ডিগ্রি সেলসিয়াস, ওয়াফরা (কুয়েত) ৪৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সুবিয়া সাববিয়া (কুয়েত) ৪৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
Discussion about this post