জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান মুজিববর্ষ পালনে বিশ্বের নানা প্রান্তে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, মুজিববর্ষ পালনে কুয়েত প্রবাসীরাও আয়োজন করেছে মুজিববর্ষ বিজয় কাপ ক্রিকেট টুর্ণামেন্ট।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায়, টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের ২০টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে শুক্রবার খেলার প্রথম রাউন্ড শেষে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে আটটি দল খেলবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান আশা ব্যক্ত করে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফাইনাল খেলা জাঁকজমকভাবে উদযাপন করা হবে।
এদিকে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভূয়সি প্রশংসা করেন কুয়েতি নাগরিকরা।
খেলার প্রথম রাউন্ডে ম্যান অব দ্য ম্যাচদের মাঝে পুরস্কৃত প্রদান করেন
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, সংগঠনের উপদেষ্টা হুমায়ূন কবির আলী, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাংবাদিক আ হ জুবেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন সহ কমিটির নেতৃবৃন্দরা।