মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েতঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বি.এন.পি’র সভাপতি এম.ইলিয়াছ আলী’কে অপহরন করায় কুয়েত বি.এন.পি’র উদ্যোগে ২১এপ্রিল ২০১২ কুয়েতস্থ সিটি গুলশান হোটেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ.কে আজাদ নূর পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কুয়েত বি.এন.পি’র ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহমেদ। সভায় অতিথি ছিলেন কুয়েত বি.এন.পি’র সাধারন সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, বি.এন.পি নেতা ও সংগঠক জালাল আহমেদ চুন্নু মোল্লা, সহ-সভাপতি আল আমিন চৌধুরী স্বপন, আব্দুল কাদের মোল্লা, মাঈন উদ্দিন, আলহাজ্ব জোবায়ের আহমেদ। কুয়েত বি.এন.পি’র যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কুয়েত বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর মায়মুন, আলহাজ্ব জোবায়ের আহম্মদ, আবুল হাশেম এনাম, আ.ন.ম. তোহা মিলন, অভিনেতা মজিবুর রহমান রানা প্রমুখ। এছাড়া বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বর্তমান মহাজোট আওয়ামী লীগ সরকার খুন, হত্যা, গুম, রাজনীতিতে শীর্ষে। অপহরন, গুম ও হত্যা করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বিরোধী দলের নেতা কর্মীর উপর নির্যাতন, হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। ইলিয়াছ আলী, কমিশনার অপহরন, সাংবাদিক সহ খুন হওয়ার আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান। আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post