মোহাম্মদ জালাল উদ্দিন কুয়েত।বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান’র বিদায় উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র উদ্যোগে বিদায়ী সম্বর্ধনা ২ আগষ্ট কুয়েতস্থ রামাদা হোটেলে অনুষ্ঠিত হয়। শামসুল হক’র পবিত্র কুরআন তেলোয়াত’র মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র সভাপতি মোহাম্মদ সাদেক হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নুর-ই হেলাল সাইফুর রহমান চার্জ দ্যা এফেয়ার্স বাংলাদেশ দূতাবাস, কুয়েত। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব’র উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েত’র ২য় সচিব মোহাস্মদ আব্দুল জলিল, কুয়েত আওয়ামী লীগ’র সিনিয়র সহ সভাপতি এম, জাফরুজ্জামান লাল, শহীদুল ইসলাম পাপুল ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মারাফি কুয়েতিয়া গ্র“প, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ম্যানেজিং ডাইরেক্টর ডায়মন্ড গ্র“প, আওয়ামী লীগ’র উপদেষ্টা রবিউল আলম রবি আব্দুল খালেক চৌধুরী, মোয়েজ উদ্দিন আহমেদ, ফয়েজ কামাল (সহ সভাপতি), কুয়েত বিএনপি’র সাধারণ সম্পাদক ও নোয়াখালী সমিতি’র সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জরুল আলম, জাতীয় পার্টি কুয়েত’র সভাপতি মাহমুদ আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি আব্দুল কাদের মোল্লা, আশরাক আলী ফেরদৌস, মোহাম্মদ ইয়াকূব বুরে্য চীপ আজকের সূর্যোদয়, শাহ নেওয়াজ নজরুল প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান-কে ক্রেষ্ট প্রদান করে বিশেষ সম্মাননা দেয়া হয়।
Discussion about this post