মমিনুল ইসলাম রিপন; রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনে �চণ্ডালিকা : এক অমানী অস্তিত্বের জাগরণ অথবা চার চণ্ডালি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো: মোজাম্মেল হক এতে প্রধান অতিথি ছিলেন। বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সত্যাবতী গিরি। বক্তব্যদানকালে তিনি বলেন, বেগম রোকেয়া সারা জীবন সমাজ সংস্কারের জন্য কাজ করে গেছেন। ধর্ম-বর্ণ, জাতি ভেদে নয় তিনি সমাজের সকল নারী পুরষের মাঝে চলমান কুসংস্কার দুর করতে কাজ করে গেছেন। ড. গিরি ভারত-বাংলাদেশের মানুষের সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, কাঁটা তারের বেড়া দিয়ে দু� দেশে যাতায়াত বন্ধ করা গেলেও দুই দেশের বাঙ্গালিদের সু-সম্পর্ক বা হৃদয়ের টান কমানো যাবেনা। কারণ, দেশ দুটি হলেও আমরা বাঙ্গালি হিসেবে একই সুতোয় গাঁথা। অনুষ্ঠানে ড. গিরিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. সাইদুল হক, রহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. নাজমূল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের প্রধান আতাহার আলী খান ও ড. স্বাশ্বত ভট্টাচ্ার্য প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান।
Discussion about this post