মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের লক্ষ্যে শিক্ষানীতি -২০১০ দ্রুত বাস্তাবায়ন, শিক্ষক-কর্মচারীদের সরকারী শিক্ষকদের সমপরিমান বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ী ভাড়া, উৎসবভাতা, মেডিকেল ভাতা প্রদান এবং চাকুরীর বয়স ৬৫ বছর করা সহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষে ৩ ও ৪ জুলাই সারা দেশের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহ সদর উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বত:স্ফুর্ত ধর্মঘট পালিত হয়। শিক্ষকরা মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি জাফর আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জেলা শাখার দপ্তর সম্পাদক গোলাম হক, মনিরা সুলতানা আনু, এম এ মোতালেব, গোহাইল কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রবীন শিক্ষক নেতা খন্দকার সুলতান আহম্মেদ, আনোয়ারা সুলতানা আনু, শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রথিন্দ্র নাথ সরকার, বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হিল্লুল প্রমুখ। বক্তব্য প্রদান কালে নেতৃবৃন্দ আগামী দিনে শিক্ষকদের লাগাতর আন্দোলনের হুমকি দেন। বেসরকারী শিক্ষক কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে বিভিন্ন সময় সভা, সেমিনার, সাংবাদিক সম্মেলন, মানব বন্ধন, উপজেলা, জেলা, আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় শিক্ষক সমাবেশ এবং সারাদেশে এক দিনের কর্মবিরতি পালনসহ বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান করলেও সরকার শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবী সমুহের প্রতি কর্নপাত করেনি। তাই ১৭ দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ গত ২৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে আন্দোলনের কর্মসুচী ঘোষনা দেয়। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবেই ৩ ও ৪ জুলাই ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। বেসরকারী শিক্ষক কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচী পালনের জন্য ময়মনসিংহ জেলা শাখার সকল পর্যায়ের বেসকারী শিক্ষক কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া।
বেসরকারী শিক্ষক কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট আজ
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ বেসরকারী শিক্ষক কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে বিভিন্ন সময় সভা, সেমিনার, সাংবাদিক সম্মেলন, মানব বন্ধন, উপজেলা, জেলা, আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় শিক্ষক সমাবেশ এবং সারাদেশে এক দিনের কর্মবিরতি পালনসহ বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান করলেও সরকার শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবী সমুহের প্রতি কর্নপাত করেনি। তাই ১৭ দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ গত ২৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে আন্দোলনের কর্মসুচী ঘোষনা দেয়। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবেই আজ ধর্মঘট অনুষ্ঠিত হবে। বেসরকারী শিক্ষক কর্মচারীদের দাবী আদায়ের লক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচী পালনের জন্য ময়মনসিংহ জেলা শাখার সকল পর্যায়ের বেসকারী শিক্ষক কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া। আজ সকাল ১১টায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক জমায়েত ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহে তরুন দলের সভা অনুষ্ঠিত
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ গতকাল সকাল ১১টায় নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল ময়মনসিংহ (দ:) জেলা শাখার উদ্দোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়। তরুন দলের জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহবায়ক হাজী মাহবুব আলম শামীম। সাবেক ছাত্রনেতা তরুন দল জেলা শাখার যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান নির্ভীক এর পরিচালনায় বক্তব্য রাখেন তরুন দল জেলা শাখার যুগ্ন আহবায়ক মুরাদ উদ্দিন মুরাদ, যুগ্ন আহবায়ক আশীষ সরকার, তরুন দল সদস্য মাহবুব, মুকুল, ফারুক হোসাইন, খলিলুর রহমান, বুলবুল প্রমুখ। তরুন দলের সভায় বক্তারা বলেন, আগামী দিনে জননেতা তারুন্যের প্রতীক তারেক রহমানের গড়া সংগঠন তরুন দলকে ময়মনসিংহে সুসংগঠিত সুশৃংখল সংগঠন হিসাবে গড়ে তোলবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে যে কোন কর্মসুচী তরুন দল জীবন বাজি রেখে পালন করবে।
গৌরীপুরে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহের গৌরীপুরে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ গৌরীপুর শাখার ব্যানারে গতকাল ৩জুন মঙ্গলবার শহরের প্রধান সড়কে শিক্ষক-কর্মচারীদের এক বিক্ষোভ মিছিল শেষে উপজলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায় ১৭দফা দাবী আদায়ের লক্ষ্যে গৌরীপুরে ৩৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০জন শিক্ষক কর্মচারী এ সমাবেশে যোগ দেয়। এসময় সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারন সম্পাদক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মোঃ এনামূল হক সরকার, মোঃ মতিউর রহমান (সহ-কারী অধ্যাপক-গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ),ম.নূরুল ইসলাম (প্রধান শিক্ষক-অগ্রদূত নিকেতন),শিক্ষক নেতা- অহম্মদ হোসেন, মোঃ মিজানুর রহমান,আবু সাঈদ আহম্মদ প্রমূখ।
ত্রিশালে শিক্ষক কর্মচারীদের ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহের ত্রিশালে বেসরকারী শিক্ষক কর্মচারীদের ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক কর্মচারীরা।গতকাল দুপুর ১২ টায় ত্রিশাল উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা তাদের সন্তানদের লেখা পড়া করিয়ে মানুষের মত মানুষ করার জন্য ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এ,বি,সিদ্দিক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশাল শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন,মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী,দুখু মিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেজবাহ উদ্দীন,বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী,সিনিয়র শিক্ষক ইবনে খালেদ,সোনাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ,বি,সিদ্দিক,নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অনেকেই তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা সকল কষ্টের কথা বক্তব্যে সাংবাদিকদের উদ্যেশ্যে মাইকে বলেন।
Discussion about this post