বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : বোস্টনে বিপুল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনায় জাকজমকপুর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪১৯ কে বরন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন)। গত ১৪ এপ্রিল শনিবার বোস্টনের অদুরে ওয়াটারটাউন মিডল স্কুলে অনুষ্ঠিত হয় উক্ত বর্ষবরনের অনুষ্ঠান।
ওয়াটারটাউন মিডল স্কুল চত্বরে বিকেল থেকেই শুরু হয় শাড়ি-কাপড়, জুয়েলারিসহ রকমারি পিঠা ও খাবারের বেচাকেনা। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বেইন-এর সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বেইন-এর সা. সম্পাদক তরুন বড়ুয়া, গোলাম ফারুক ও সাজ্জাদুর রহমান সাজু। দ্বিতীয় পর্বে ‘এসো হে বৈশাখ এসো এসো’—সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বেইন-এর সাংস্কৃতিক সম্পাদক পিয়ারু সাত্তারের পরিচালনা ও নাসরিন ফাতেমা শিমুলের উপস্থাপনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী সুমাইয়া সুখ, তাহনীজ আবিদ, সাগরিকা, হাসিনা তালুকদার হেলেন, জুনকো রহমান, সাফায়েত, প্রিয়া, মিলিয়া, পিয়ারু সাত্তার। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কানেকটিকাট থেকে আগত অতিথি সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রচুর আনন্দ দেয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মুন। একক নৃত্য পরিবেশন করেন রীমা। দলীয় নৃত্যে অংশ গ্রহন করেন রীমা, নাহিদ, সাফায়েত ও রাফায়েত। ওয়াটারটাউনে অনুষ্ঠিত বেইনের বর্ষবরনের এ অনুষ্ঠানে ছিল উপছে পড়া দর্শকদের উপস্থিতি।
Discussion about this post