জীবিকার তাগিদে বিদেশে গিয়ে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি দেশের অর্থনীতিতে রাখছে বিশেষ ভূমিকা। অনেক প্রবাসীরা এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য প্রবাসেই গড়ে তুলেছেন মানব কল্যাণ সাংগঠন। এর মাধ্যমে সহায়তা পাচ্ছেন দেশের অনেক হতদরিদ্র ও অসহায় পরিবার এছাড়াও এলাকার ছোট খাটো ভাঙ্গাচুরা রাস্তা মসজিদ মাদ্রাসা সহ অনেক ধর্মীয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান গুলোতেও করছে সাহায্য সহযোগিতা। এবার একজন জনপ্রতিনিধির আহবানে সাড়া দিয়ে সরকারি ভাঙ্গা রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন এক প্রবাসী সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা আউলিয়া বাজার থেকে আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সড়ক। আউলিয়া বাজার সংলগ্ন গোয়ালনগর গ্রামের একটি ব্রীজের সংযোগ সড়ক ভাঙ্গা রয়েছে প্রায় এক বছর। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। প্রকল্পের নতুন বরাদ্দ পেলে মেরামত করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই পরিস্থিতিতে ফেসবুক লাইভে এসে নিজ এলাকার গুরুত্বপূর্ণ ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য প্রবাসীদের কাছে অনুরোধ করেন স্থানীয় জনপ্রতিনিধ ফয়সাল আহমেদ বাশির মেম্বার । এরই পরিপেক্ষিতে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এগিয়ে আসেন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংগঠন গোয়াল নগর যুব ও প্রবাসী মানব কল্যাণ সোসাইটি। বিজয়নগর উপজেলার গোয়ালনগর গ্রামের বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা মানুষের কল্যাণে কাজ করতে তৈরি করেছে সংগঠন। সংস্থাটির মূল কমিটি পরিচালিত হচ্ছে দুবাই থেকে। সংগঠনটি দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের অসহায় মানুষের আর্থিক সাহায্য বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজেও করছেন সহযোগিতা। এরই ধারাবাহিকতা দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে গেল সোমবার নিজেদের অর্থায়নে মেরামত করা হয় রাস্তাটি। তাদের এই মহান উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বিজয়নগর বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। সংগঠনের অর্থায়নে সরকারি কাজ করতে পেরে আনন্দিত সংগঠনের শীর্ষ কর্মকর্তারা বলছেন শুধু তাই নয় দেশের যেকোনো দুর্যোগে দেশ ও গনমানুষের পাশে থাকার কথাও উল্লেখ করেন তারা ।
Discussion about this post