ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর সেতুর কাছে এ র্দূঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিল্লুর রহমান (৩৫) ও রনি (২৫)। তাদের বাড়ি কসবা উপজেলার তেতুয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী এবং জেলা সদর হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে কসবা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের স্থানীয় একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক জিল্লুর রহমান সহ অপর দুই আরোহী রনি (২৫) ও সাদেক (২৭) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসারত অবস্থায় জিল্লুর রহমান মারা যায়। পরে আহত রনিকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যায় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
Discussion about this post