ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংকের দুটি এটিএম বুথ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট রোডস্থ ইসলামী ব্যাংকের কার্যালয়ের নিচে এবং টি.এ.রোডের আশিক প্লাজার সামনের বুথ দুটি ভাংচুর করা হয়। এ সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার সন্ধ্যায় কতিপয় দুর্বৃত্ত কোর্ট রোডস্থ ইসলামী ব্যাংকের নিচে রক্ষিত এটিএম বুথে হামলা চালায়। একই সময়ে অপর একটি গ্রুপ শহরের টি.এ রোডস্থ আশিক প্লাজার সামনে ইসলামী ব্যাংকের অপর একটি এটিএম বুথে হামলা চালায়। হামলার সময় পথচারীরা আতংকিত হয়ে দিকবেদিক পালাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা পালিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, এটিএম বুথের সাইনবোর্ড ভাঙ্গা হয়েছে।
Discussion about this post