Home / দেশ / ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব-কবি নুরম্নল হুদা

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব-কবি নুরম্নল হুদা

দেশের প্রখ্যাত কবি মুহম্মদ নুরম্নল হুদা বলেছেন, কেউ যদি নিজেকে বাঙালি পরিচিত দিতে চায় তবে তাকে অবশ্যই রবীন্দ্রনাথ পাঠ করতে হবে। রবীন্দ্রনাথের আরেক নাম বাঙালিয়ানা। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ জমিদার হয়েও ছিলেন বড় মাপের প্রজাহিতৈষী মানবিকসত্ত্বা। গরীব প্রজাদের কল্যাণে তিনি তার নোবেল পুরস্কার বিক্রয়লব্ধ অর্থও ব্যয় করেন। তিনি গত শুক্রবার রাতে শহীদ ধীরেন্দ্রদত্ত ভাষা চত্বরে সাহিত্য একাডেমী আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অধ্যাপক শানত্মনু কায়সারের সভাপতিত্বে রবীন্দ্রনাথের পলস্নী উন্নয়ন ভাবনার বিষয়ের উপর প্রবন্ধ পাঠ করেন ড. নুরম্নদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যড়্গ কাজী মোসত্মফা জালাল, সরকারী মহিলা কলেজের উপাধ্যড়্গ আবদুস সোবহান, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির, নাসিরনগর মহা-বিদ্যালয়ের বাংলা অধ্যাপক জামিল ফোরকান, জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক ডা. অরম্ননাভ পোদ্দার প্রমূখ।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …