
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল মনিরুল ইসলাম, স্বহধর্মিনী ফাহিমা তাহসিন, ছেলে তাইজীন মুনির অর্ণব, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিবু ঊর রহমান, ব্রাহ্মনবাড়ীয়া সোসাইটির প্রধান উপদেষ্টা হাশেম মাহমুদ খান, উপদেষ্টা কাজী জাহাঙ্গীর আলম, কাজী হেলাল আহমেদ, নাসির উদ্দিন সরকার, প্রফেসর মুহসিন আহমেদ, প্রফেসর আব্দুল বাছির, হাকিম খান, রেজা রাব্বানী স্বপন, গোলাম মোস্তাফা, দেওয়ান আশ্রাফ আলম, সোসাইটির সাবেক সভাপতি সিরাজউদ্দীন মুর্শেদ, সেলিম রেজা পাঠান, বাহার উদ্দিন খান, দবির হোসেন শামীম, বাংলাদেশ বাংলাদেশ হতে আগত বাংলাদেশ স্কাউট এর কমিশনার (ইনসার্জ) কাজী নাজমূল হক, তারিকুল হায়দার চৌধুরী (আহবায়ক যুক্তরাষ্ট্র যুবলীগ), মনিরুজ্জামান (ডাইরেক্টর এনাম মেডিকেল কলেন-ঢাকা), জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মুনিরুল ইসলাম, আনোয়ারুল হোসানই মঞ্জু (সাপ্তাহিক বাংলাদেশ), শাহ মুয়াজ্জেম হোসেন সভাপতি বিজয়নগর সোসাইটি ও প্রবাসের ব্রাহ্মণবাড়ীয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ; ডাঃ স্বরণ, ইঞ্জিঃ এনামুল হক, মাহফুজুর রহমান খুরুম, মুছা খান, ডাঃ হারুন, প্রফেসর ড. মারুফ, ওয়াদুল্লাহ মামুন, জাকারিয়া সেলিম, নাসির উদ্দীন, আলম (মেট লাইফ ইন্সুঃ) আবু সাইদ (রিয়ালটর) প্রমুখ।
সোসাইটির কর্মকর্তাবৃন্দ-এর উপস্থিত ছিলেন সিঃ সহ সভাপতি রানা মোঃ আয়াজ, সহ সভাপতি আবুল কালাম লিটন, আসাফ মাসুক, ছুরাইয়া আক্তার, আবু হেনা দিপন, এ কে এম আলমগীর, মিলাদুল ইসলাম মিলাদ, শাহ মোয়াল্লেম হোসাইন, জসিম উদ্দীন খান মিঠু, মীর্জা মোঃ দস্তগীর, রাসেদ আল হাসান, মোঃ রফিকুল ইসলাম হেলাল, আল মামুন সরকার, মঞ্জুরুল আলম বিটি, আনোয়ারুল হক, মোঃ রফিকুল ইসলাম, বাতেন সরকার, মুর্শেদ মিয়া, খলিলুর রহমান, ইউসুফ ইমাম, কাজী সোলাইমান, বাহার উদ্দীন ভুইয়া, মোঃ হাসান, মুর্শেদুর রহমান, সেলিনা আক্তারসহ আরও অনেকেই। দোয়া মাহফিলে এনামূল হক মনু মিয়ার রোগ আরোগ্য কামনা করে বিশেষভাবে দোয়া করা হয় এবং প্রবাসে সকল ব্রাহ্মণবাড়ীয়বাসীর মঙ্গল কামনা করা হয়। সর্বশেষে সোসাইটির সভাপতি সৈয়দ এমকে জামান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ইফতারে আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। বাপসনিঊজ.
Discussion about this post