ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজীদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে। তৌহিদী জনতার ব্যানারে গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান এর নেতৃত্বে শতাধিক মুসল্লিদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, হাফেজ মো. ইউসুফ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা রুহুল আমীন, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মো. বিল্লাল ও মো. শফিকুল ইসলাম মুন্সি প্রমুখ। অপর দিকে আড়াইবাড়ি জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল কদমতলা মোড় থেকে শুরু হয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আড়াইবাড়ী এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
Discussion about this post