মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: ভারতের পশ্চিম বাংলার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের জন্য উপহার সরুপ এক ট্রাক হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪জুলাই) বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল বন্দর দিয়ে এ উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিকে উপহারের আম গুলো ভারতে পাঠাতে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে সহযোগিতা করছেন রবি ইন্টারন্যাশনাল নামে একটি সিএন্ডএফ এজেন্ট। এবং ভারতের পেট্রাপোল বন্দরের কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বাংলাদেশ সরকারের উপহারের ২৬০০ কেজি আম ভারতের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। আম হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মাদ সামিউল কাদের,শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,
বেনাপোল কাস্টমসের (ডিসি) অনুপম চাকমা,বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার,নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান প্রমুখ।
Discussion about this post