Home / দেশ / ভালুকায় ছাত্রলীগের আনন্দ মিছিল, মহাসড়ক অবরোধ

ভালুকায় ছাত্রলীগের আনন্দ মিছিল, মহাসড়ক অবরোধ

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ঃ দলীয় শৃংখলা ভঙের কারণ ও সংগঠন বর্হিভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ার কারণে ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখা ছাত্রলীগ এর আগের কমিটি বিলুপ্ত করে খোকন হোসেন ঢালীকে সভাপতি ও মিনার হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগ এর ঘোষণা করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে নব ঘোষিত কমিটি আনন্দ মিছিল করার জন্য সমবেত হওয়ার জন্য ভালুকায় আসায় পথে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিনার হোসেনকে রাস্তায় বাধা দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের একাংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার সামনে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) তাজিম উর রহমানের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয় এবং আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা গেইটে মিলিত হয়ে নবনির্বাচিত সভাপতি খোকন হোসেন ঢালীর সভাপতিত্বে তক্তৃতা করেন মিনার হোসেন ও মিজানুর রহমান মন্ডল।

ঈশ্বরগঞ্জে গুটি ইউরিয়া প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের নিয়ে গুটি ইউরিয়া প্রযুক্তি উৎপাদনশীলতা উন্নয়ন কার্যক্রম তরান্বিত করনে আপি প্রকল্পের উদ্যোগে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ৮ জন বিসিআইসি সার ডিলার ও ৩৬ জন খুচরা সার ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশেষজ্ঞ ড. একে এম ফরহাদ, বিজনেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ মো. নুরুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা আল মোবাশ্বের হোসেন, উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ মো. আসাদুল্লাহ, উপজেলা ফিল্ড মনিটরিং অফিসার রাশেদুর রহমান রাজীব প্রমুখ।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …