ক্রাইম রিপোর্টার সেজে আইনমন্ত্রী আনিসুল হককে ফোন করে প্রতারণা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আইনমন্ত্রী জানান, ০১৫১১১১২৮৮২ নম্বর থেকে আজ বুধবার ফোন করে নিজেকে ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে এক ব্যক্তি। কিন্তু তার কথাবার্তায় আইনমন্ত্রীর সন্দেহ হয়। তিনি কোন পত্রিকার ক্রাইম রিপোর্টার জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বলে পরিচয় দেয় ফোনকারী। বিষয়টি আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে অবহিত করেন। এই নম্বর থেকে যিনি কল করেছেন তিনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক কিনা জানতে চান। কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখে এই নম্বর থেকে ফোনকারী ব্যক্তি বাংলাদেশ প্রতিদিনের কোনো সাংবাদিক নন। ধারণা করা হয় ভুয়া সাংবাদিক সেজে এই নম্বর থেকে আইনমন্ত্রীকে কল করা হয়েছে। এরপর এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করা হয়। ফোনের কলার আইডির সূত্র ধরে আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ব্যক্তির নাম মাহবুব আলম। কোনো পত্রিকাতে এই ব্যক্তি কাজ করেন না। বিভিন্ন পত্রিকার সাংবাদিক সেজে অপকর্ম করেন।
Discussion about this post