তেলসমৃদ্ধ মরুদেশ কুয়েতে বাস করেন বিপুলসংখ্যক বাংলাদেশি। অনেকে কুয়েতিদের কাছ থেকে মরুভূমি ভাড়া নিয়ে বাংলাদেশি শাকসবজির বাগান করেছেন। নিজ চোখে না দেখলে বিশ্বাস হয় না। এসব বাগান কুয়েত সিটির দূরবর্তী অফরা ও আবদালি এলাকায়। কুয়েতে প্রায় দুই লাখের ওপরে বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত। তাঁরা দেশীয় স্বাদ পেতে এসব সবজি কেনেন। কুয়েতপ্রবাসী বাঙালিদের মধ্যে বাংলাদেশি শাকসবজির বিপুল চাহিদা। এ চাহিদা মেটাতে আপ্রাণ চেষ্টা করছেন প্রবাসী বাঙালি কৃষিশ্রমিকেরা।
মঈন উদ্দিন সরকার, কুয়েত সিটি, কুয়েত। kuwaitdesk@gmail.com
http://www.prothom-alo.com/detail/date/2013-02-09/news/327978
Discussion about this post