৪২ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস সেন্ট্রাল ব্লাড ব্যাংক কুয়েত এর সহযোগিতায় ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখ সোমবার সকাল ৯:৩০ থেকে বিকাল ১:৩০ পর্যন্ত রক্ত দান কর্মসূচির আয়োজন করেছে।
শারীরিক ভাবে সুস্থ এবং রক্ত দান করতে সক্ষম এমন প্রবাসী বাংলাদেশীদের এ কর্মসূচীতে সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করার জন্য বিনীত আবেদন জানানো যাচ্ছে। স্থানঃ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে (বাড়ী নং -১১, রোড নং-২৯, ব্লক-২ খালদিয়া) রক্ত সংগ্রহ করবে।
রক্ত দানের এ মহান উদ্যোগে সামিল হওয়ার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশীদের কে দূতাবাসে নাম, সিভিল আইডি নম্বর এবং ফোন নম্বর ১০ ডিসেম্বর ২০১৩ তারিখের মধ্যে তালিকাভুক্ত করার অনুরুধ করা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ২৪৯১-৩২১০, ৬৫৭৬২০৯৭ নম্বরে যোগাযোগ করুন। ফ্যাক্স (২৪৯১-৩২০৪, ২৪৯১-৩২০৫) ও ই-মেইলের (ambassador.kuwait@mofa.gov.bd, bdoot@kems.net) মাধ্যমেও নাম তালিকাভুক্ত করা যাবে।
প্রত্যেক রক্তদাতাকে মান্যবর রাষ্ট্রদূত একটি প্রশংসাপত্র প্রদান করবেন। রক্ত গ্রহণের পূর্বে বিনামূল্যে আপনার রক্তের গ্রুপিং ও প্রাথমিক পরীক্ষা (Screening) করা হবে।
Discussion about this post