কুয়েতে বৃহত্তর ঢাকা প্রবাসীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা কুয়েতে যতো গুলো সংগঠন আছে সবাই কে দেখিয়ে দিবো “আমরা যে ঢাকাইয়া” কন্ঠ শিল্পী কোনাল
আল আমিন রানা, কুয়েত প্রতিনিধি:-
মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপানার মধ্যদিয়ে বৃহত্তর ঢাকা কুয়েত প্রবাসীদের
আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ১লা এপ্রিল ২০১৬ শুত্রুবার রাত ৮ ঘটিকায় কুয়েত সিটির রাজধানী হোটেলের হল
রুমে পালিত হয়। মোঃ জাকির হোসেন গাজী,ওয়ালিদ দেওয়ান, শাহাদাৎ হোসেন এর যৌথ সঞ্চালনায় কন্ঠ শিল্পী
কোলান কে ফুল দিয়ে বৃহত্তর ঢাকাবাসী অনুষ্ঠানে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট
রাজনৈতিক ও সমাজ সেবক ব্যাক্তি আব্দুল কাদের মোল্লা। প্রধান অতিথির আসন গ্রহন করেন দেবাকর দেওয়ানজী
কান্ট্রি ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ার লাইন্স,কুয়েত।
প্রধান আকর্ষণ ছিল ঢাকা থেকে আগত চ্যানেল আই এর সেরা কন্ঠ শিল্পী সোমানূর মনির কোনাল।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহত্তর ঢাকা কুয়েত প্রবাসীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ
অতিথিদের মাঝে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী,সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দরা ও
সাংবাদিকবৃন্দ । সেই সাথে বৃহত্তর ঢাকার সম্মানিত নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন-সাদেক হোসেন,মন্টু,রবিউল
আলম রবি,মুক্তিযোদ্ধা মোঃ শরিফ হোসেন, চুন্নু মোল্লা, রফিকুল ইসলাম ভুলু, আব্দুর রউফ মাওলা, আবুল বাশার,
ইসমাঈল হোসেন,মোঃ তৌহিদ,মোঃ সাইদ,আজাদ নুর,আমজাদ হোসেন,রবি কানান,রনি আহম্মেদ লালন,প্রমুখ।
আনুষ্ঠানের প্রধান আকর্ষণ ঢাকা থেকে আগত চ্যানেল আই এর সেরা কন্ঠ শিল্পী কোনাল কুয়েতের সকল প্রবাসী
বাংলাদেশী প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে বৃহত্তর ঢাকা বাসীর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় তার
বক্তব্য বলেন-ছোট কাল থেকে কুয়েতে বড় হয়েছি, কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের আন্তরিক
ভালোবাসা,আদর,মায়া মমতায় দোয়া আমি চ্যানেল আই এর সেরা কন্ঠের গায়িকা হয়েছি, এই সবটুকুই আপনাদের
অবদান।
আপনাদের কথা আমি চির দিন মনে রাখবো। সেই সাথে আমি কুয়েতে বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক ,সমিতির
বিভিন্ন অনুষ্ঠনে গান পরিবেশন করেছি, আজ এই প্রথম বৃহত্তর ঢাকা বাসীর,বা ঢাকা সমিতির অনুষ্ঠানে আসতে পেরে
নিজেকে ধন্য ও গর্ববোধ করছি ।
কোনাল ঢাকার ইতিহাস নিয়ে বিভিন্ন আলোচনা করেন। সেই সাথে আরো বলেন-বৃহত্তর ঢাকা যদি এতো বড় জায়গা
হতে পারে সে খানে আমরা যদি এক সাথে থাকতে পারি,আর সে খানে তো আমাদের একটিই সংগঠন,একটাই সমিতি
হতে পারে, একটাই ঢাকার ঠিকানা হতে পারে কয়েকটা না, আমরা এক হয়েই থাকতে পারি।
উত্তর,দক্ষীন,পশ্চিম এতো কিছু আমাদের দরকার নেই, আমাদের একটা সমিতি একটা থাকার জায়গা যে
জায়গায়টিতে আমরা সবাই “ঢাকাইয়্যা” হবো। ঢাকার এই সমিতি বা সংগঠনটির সকল কলাকৌশলী আমারা প্রতিটি
ঢাকাবাসী এক হয়ে, এক জায়গায় চলবো বাকি যতো গুলো সংগঠন,যতো গুলো সমিতি আছে সবাই কে দেখিয়ে দিবো
আমরা যে ঢাকাইয়া, আমরা সত্যিই এক ও অভিন্ন।
সভাপতির সমাপনি বক্তব্য আব্দুল কাদের মোল্লা বলেন- আমরা ঢাকা বাসী একত্রিত হয়ে কুয়েতের মাটিতে দেশ ও
দেশের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাবো। আমরা দলমত নির্বিশেষে ঢাকাবাসীকে একটি সুষ্টু সুন্দর সংগঠন
প্রবাসের মাটিতে উপহার দিয়ে সর্বদা প্রত্যাশা করে এক সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ। বাংলাদেশের এক ঐতিহাসিক,
ঐতিহ্যমন্ডিত অঞ্চলের নাম ঢাকা। আমাদের প্রচেষ্টা এ অঞ্চলের প্রতিচ্ছবি দেশ-বিদেশের মানুষের কাছে তুলেধরা।
আপনাদের সমর্থন পেলে আমরা আমাদের এ প্রয়াস অব্যাহত রাখবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
নিশ্চয়ই একদিন বিশ্বময় আলোড়ন সৃষ্টি করবে বৃহত্তর ঢাকা বাসীর আলোক উজ্জল মুখ। অনুষ্ঠানে আসার জন্য
সকলকে আন্তরিক ধন্যবাদ বিশেষ করে আমাদের বাংলাদেশের গর্ব ঢাকা থেকে আগত চ্যানেল আই এর সেরা কন্ঠ
শিল্পী কোনাল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডাকে সারা দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহত্তর ঢাকা কুয়েত প্রবাসীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়েতের সুনামধন্য সঙ্গীত শিল্পীবৃন্দদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে ও
কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি লোকে-লোকারণ্য
হয়ে গিয়েছিলো।
বুহত্তর ঢাকা কুয়েত প্রবাসীদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন-আর টিভি-অগ্রদৃষ্টি
অনলাইন টিভি-দৈনিক ইয়াদ পত্রিকা।
Discussion about this post