জমিয়তে উলামা রচডেল শাখার সভাপতি মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ ও সৈয়দপুর দরগা মসজিদের খতিব মাওলানা হাফিজ সৈয়দ ফোজাইল আহমদের মাতৃ বিয়োগে গত ২৫ জানুয়ারী রচডেল আল আমিন মসজিদে জমিয়তে উলামা রচডেল শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামা রচডেল শাখার উপদেষ্টা মাওলানা আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, সহ সভাপতি মাওলানা শাহ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, জমিয়তে উলামা রচডেল শাখার সভাপতি মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ সামছুল আলম, রচডেল শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল কাইয়ুম, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মুফতি সৈয়দ রিয়াদ আহমদ, সৈয়দ মুফিদ আহমদ, সৈয়দ স্বাধিন মিয়া, সৈয়দ জাকারিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মাওলানা আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Discussion about this post