Home / বিনোদন / মাত্র তিন ঘন্টার জন্য যৌনতৃপ্তি !-

মাত্র তিন ঘন্টার জন্য যৌনতৃপ্তি !-

নিজের পুরো জীবনে মাত্র তিন ঘন্টার জন্য যৌনতৃপ্তি পান পুরুষরা। এমনটাই জানাচ্ছে চীনের বিভিন্ন সংবাদমাধ্যম। সিঙ্গাপুরের গ্লিনইগলস হাসপাতালের গায়নোকলোজিস্ট ডঃ ফ্যাঙ্গ জুয়াং উই বলেছেন, ব্যস্ত সময়ের জন্য এখন দম্পতিরা কেবলমাত্র বিবাহের কয়েক বছর পর পর্যন্ত সেক্রুয়ালি ভালমত অ্যাক্টিভ থাকেন। তাই এই রকম ঘটনা ঘটছে। উদাহরণ দিয়ে তিনি বলেছেন যদি কোনও পুরুষ ৪০ বছর ( ১৮ থেকে ৫৮ ) ধরে প্রতি সপ্তাহে দু’বার যৌনসম্পর্ক করেন তাহলে প্রতি সম্পর্কে ২.৫ সেকেন্ড হিসেবে দু ঘন্টা, ৫৩ মিনিট এবং ২০ সেকেন্ড যৌনতৃপ্তি পাবেন তিনি। আর যদি কোন পুরুষ ৭৮ বছর পর্যন্ত যৌনসম থাকেন এবং প্রতি সম্পর্কের সময় ২.০২ সেকেন্ড করে যৌনতৃপ্তি পান তাহলে এই সময়টা হবে ১৬ ঘন্টা।

About

আরও পড়ুন...

কুয়েতে প্রবাসী ক্রিকেট ক্লাব নড়াইল এক্সপ্রেস খেলোয়াড়দের জার্সি বিতরণ

কুয়েতে প্রবাসী বাংলাদেশী  “নড়াই এক্সপ্রেস ক্রিকেট ক্লাব ” তাঁদের খেলোয়াড়দের মধ্যে নতুন জার্সি উন্মোচন ও …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ