সাহাদুল সুহেদ, স্পেন: স্পেনের মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।
কোভিড-১৯ এর প্রেক্ষাপটে স্বল্প পরিসরে আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম তাহের। আলোচনায় বক্তারা প্রবাসে মাতৃভাষা বাংলাকে লালন করার জন্য নিজগৃহে বাংলা চর্চ্চার গুরুত্ব আরোপ করেন। এসময় বক্তারা মাদ্রিদে বাংলা স্কুল পুনরায় চালুর ব্যাপারেও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আল আমীন মিয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাসুদুর রহমান, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাংবাদিক বকুল খান, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, আল হুদা বাংলাদেশ মসজিদের খতিব নুরুল আলম, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ূম মাসুক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার সম্পাদক আবু বাক্কার, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন শিকদার, আলামিন আহমদ প্রমূখ। আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
Discussion about this post