কুয়েত প্রতিনিধিঃ কুয়েত সিটির একটি হোটেলে কুয়েত প্রবাসী বিভিন্ন কমিউনিটির উদ্যোগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেফতারের নিন্দা জানাতে প্রতিবাদ সভার আয়োজন করে। শেখ মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়েত বিএনপি সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল আলম, বাংলাদেশ সমাজ কল্যাল সমিতির সভাপতি আবদুল কাদের মোল্লা, নজরুল মঞ্চের সভাপতি আ. ন. ম. তোহা মিলন, প্রবাস বাংলা সম্পাদক আ.ক.ম. আজাদ, এল.ডি.পি কুয়েত শাখার সভাপতি জাফর আহম্মেদ চৌধুরী, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, কুরআন প্রশিক্ষন কেন্দ্র’র জসিম উদ্দিন সহ আরো অনেকে। বক্তারা নাস্তিকদের ব্লগের আল্লাহ ও রাসূল বিরোধী লেখা, স্কাইপ কেলেংকারী সহ সরকারের অপ্রিয় সত্য ঘটনা প্রকাশে সময়ের সাহসী সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন, তাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত মুক্তি দেয়ার সরকারের প্রতি আহবান জানান। অন্যাথায় প্রবাসে কঠোর আন্দোলন গড়ে তোলে দেশ নয় সরকারকে অচল করার হুমকি দেন। আমীর মুজুমদার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেফতারের নিন্দা জানাতে প্রতিবাদ সভা
Discussion about this post