ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার, পত্রিকার প্রেস তালাবদ্ধ,সাগর-রুনি হত্যা, সাংবাদিক নির্যাতন ও সংবাদপত্র বন্ধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে সচেতন নাগরিক সমাজ ও আমারদেশ পাঠক ফোরামের উদ্যোগে প্রেসকাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে এবং আমারদেশ পাঠক ফোরামের সাধারণ সম্পাদক নাগর হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক অধ্য প্রফেসর মোহাম্মদ ইসহাক, প্রেসকাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আব্দুন নূর, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ইসলামী ঐক্যজোটের সাধারদণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু তাহের জেহাদি, সাংবাদিক জাবেদ রহিম বিজন, ইব্রাহিম খান সাদত, নিয়াজ মো. খান বিটু, নিজাম ইসলাম, জসিম উদ্দিন, আবুল হাসনাত অপু, জালাল উদ্দিন মনির প্রমুখ। বক্তারা সাংবাদিক সাগর-রুনি হত্যা, একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমীনের উপর হামলার তীব্র নিন্দা-ােভ প্রকাশ করে বলেন, প্রতিটি সরকারই সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা চালায়। এতে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হয়। সম্প্রতি দেশে অনাকাঙ্খিতভাবে সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করে। এদিকে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদত হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি আশিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মোশাররফ হোসেন বেলাল, ভোরের কাগজের সৈয়দ রিয়াজ আহমেদ অপু, যায়যায়দিনের বাহারুল ইসলাম মোল্লা, গাজী টেলিভিশনের জহির রায়হান, একুশের টেলিভিশনের মীর মো. শাহীন, আমারদেশের কসবা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার অতুল, সবুজদেশের মজিবুর রহমান খান, ইসলামিক টেলিভিশনের নজরুল ইসলাম সাইফুল, দৈনিক আলোর বার্তার আকলিমা আক্তার শিউলী, স্বাধীনমতের মোজাম্মেল চৌধুরী, আলোর দিগন্তের শামীউন বাছির, শ্রমিকদল সভাপতি বাহার চৌধুরী, যুবদল আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আকন্দ, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি এনামূল হাসান প্রমুখ।
Discussion about this post