কুয়েতঃ কুয়েতে মাহে রমজান মাস উপলক্ষ্যে ৯ জুলাই থেকে ১৩দিনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। এই মেলায় স্থানীয় ও আন্তর্জাতিক ১১১টি কোম্পানি অংশ নেবে বলে জানিয়েছেন মেলার পরিচালক এমাদ আল হারুন। তিনি আরো বলেন এই বাজার রমজান মাসে কুয়েতে সবচেয়ে বড় বাজার হবে। বিভিন্ন কোম্পানির নানান অফার সহ সাধারণ মূল্যের তুলনায় সল্প মূল্যে ক্রয় করতে পারবে ক্রেতারা, এতে কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা রমজান মাসে খাদ্য দ্রব্য ও ব্যবহার সামগ্রী ক্রয়ে অনেক অশেং লাগব হবে আশা করেন।
Discussion about this post