আজ মিশরের প্রথম মহিলা আইনজীবীর ১০৬তম জন্মবার্ষিকী
আজ মিশরের প্রথম মহিলা আইনজীবী মুফিদা আব্দুল রাহমান এর ১০৬তম জন্মবার্ষিকী। ১৯১৪ সালের ২০ জানুয়ারী জন্ম গ্রহন করেন। ৮৮ বছর বয়সে ( ৩ সেপ্টেম্বর, ২০০২) তার মৃত্যু হয়।
আজ গুগল মিশরের প্রথম এই মহিলা আইনজীবী মুফিদা আবদুল রহমানকে তাদের হোমপৃষ্ঠায় স্বরণ করিয়ে দিচ্ছে।
কাইরো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি হওয়া প্রথম বিবাহিত মহিলা এবং প্রতিষ্ঠান থেকে স্নাতক প্রাপ্ত প্রথম মা ছিলেন। নয় সন্তানের জননী মিশরের প্রথম মহিলা আইনজীবী মুফিদা আব্দুল রাহমান এখন নারী জাতির অনুপ্রেরণা।
বাল্যকালে ডিম ও ফলের বিনিময়ে এই মহিলা ৪০০টিরও বেশি মামলার কাজ করেন।
তিনি জাতীয় নারীবাদী দলের সহ-প্রতিষ্ঠা, যা মিশরে সর্বজনীন ভোটাধিকারের জন্য লড়াই করেছিল। এবং পাঁচ বছর পরে 1956 সালে মিশরীয় মহিলারা তাদের ভোটাধিকার অর্জন করেছিল। তিনি একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন “আমার সাফল্য অন্যান্য মহিলাদের সাফল্য এনে দেবে এবং তাদের আরও অধিকার দাবি করতে উত্সাহিত করবে”
মঈন উদ্দিন সরকার সুমনঃ
-তথ্যসুত্র দি ন্যাশনাল
Discussion about this post