Home / বিনোদন / মিস্টার বিনের গল্প

মিস্টার বিনের গল্প

কৌতুক (কমেডি) অভিনেতা মিস্টার বিনের নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। শুধু ছোটরা নয়, বড়রাও মিস্টার বিনের অভিনয় দেখে মজা পান। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। তবে এই কমেডি অভিনেতাও একদিন তোমাদের মতোই ছোট ছিলেন।

মিস্টার বিনের পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান আটকিনসন। ১৯৫৫ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। চার ভাইয়ের মধ্যে বিন সবচেয়ে ছোট।

কমেডি প্রদর্শন সিরিজের বিবিসি রেডিওর জন্য ১৯৭৮ সালে ‘আটকিনসন মানুষ’ নামে একটি অনুষ্ঠান করেন তিনি।

এরপর ইংল্যান্ডে আধা ঘণ্টার টেলিভিশন অনুষ্ঠান দিয়ে শুরু হয় মিস্টার বিনের যাত্রা। আর আজকের মিস্টার বিন হিসেবে তার আবির্ভাব ১৯৯০ সালে।

এরপর থেকেই হাসিয়ে চলছেন মানুষকে। অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মানুষকে অবাক করে দেন মিস্টার বিন।

কৌতুক অভিনেতা হিসেবে নয়, একজন অভিনেতা হিসেবে মানুষ হাসানো কিন্তু চাট্টিখানি কথা নয়!

About

আরও পড়ুন...

কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন’র আয়োজনে T20-প্রীতি ম্যাচ

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে প্রবাসী ক্রীড়া প্রেমীদের উৎসর্গে T20-প্রীতি ক্রিকেট ম্যাচ- ২০২১ আয়োজন করা …