Home / দেশ / মুজিববর্ষ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিববর্ষ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিকী১জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সিলেট বিভাগীয় সদর দপ্তরে বিভিন্ন জাতের আরও ৬০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এর আগে আরও ৫০০ গাছের চারা রোপণ করেছে সিলেট রেঞ্জ পুলিশ।

বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম ও  সিলেট গণপূর্ত জোনের  অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, সিলেট রেঞ্জ অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব ও  সিনিয়র সহকারী পুলিশ সুপার গৌতম দেব প্রমুখ।

About admin

আরও পড়ুন...

ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক ৩ লাখের বেশি করোনা সংক্রমণ …

error: Content is protected !!