মুজিব বর্ষকে অবিস্মরণীয় করে রাখতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট এসোশিয়েশন আয়োজন করেছে মুজিব শতবর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কুয়েত প্রবাসী বাংলাদেশীদের চব্বিশটি দলের অংশগ্রহনে এই টুর্নামেন্টের সেমিফাইনাল শেষ হয়। ১৭ ডিসেম্বর শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ ভাবে পালনে প্রস্তুতি চলছে।
সেমিফাইনাল চলাকালে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুৎফর রহমান মুখাই আলী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজীজ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহ সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেবজু সহ বিপুল সংখ্যক প্রবাসী । সে সময় তাঁদের ফাইনাল খেলার প্রস্তুতি সম্পর্কে অবগত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমেদ মিলন এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন , সহ-সভাপতি নাজিম উদ্দিন।
Discussion about this post