Home / দেশ / মুরাদনগরের ৬ ইউনিয়নে গ্যাসের দাবিতে মিছিল ও মানববন্ধন

মুরাদনগরের ৬ ইউনিয়নে গ্যাসের দাবিতে মিছিল ও মানববন্ধন

মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি, বাবুটিপাড়া, জাহাপুর, ধামঘর, পাহাড়পুর ও দারোরার ৬ ইউনিয়নে গ্যাস সংযোগের দাবিতে গতকাল দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলার ১৮নং ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবু মুছা সরকার।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ছালিয়াকান্দি বাজার থেকে শুরু করে নেয়ামতকান্দি, আমপাল, মাধবপুর হয়ে পূনরায় ছালিয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয়। পরে ছালিয়াকান্দি বাসষ্টান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবু মুছা সরকার। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ মিয়া মেম্বার, অরুন কুমার রায় মেম্বার, মিজানুর রহমান মেম্বার, ব্যবসায়ী মোস্তফা কামাল, আজাদ সরকার, তিতাস সূত্রধর, আরিফুল ইসলাম, দানু মিয়া, ছালাম সরকার. ইব্রাহিম মিয়া, আবুল কাশেম ও আসাদুল সরকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার লোকজন। মানবন্ধনে ইউপি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবু মুছা সরকার বলেন, মুরাদনগর উপজেলার বাখরাবাদ, বাঙ্গরা ও শ্রীকাইলের প্রাকৃতিক গ্যাস মুরাদনগরবাসীর সম্পদ। মুরাদনগরবাসীকে অন্ধকারে রেখে উক্ত গ্যাস দেশের অধিকাংশ লোকজন সুফল ভোগ করছে। অথচ এ গ্যাস আমাদের এলাকায় উৎপাদিত হলেও আমরা সে সুফল হতে বঞ্চিত হচ্ছি। ইতিমধ্যে মুরাদনগরের গ্যাস নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ দিয়ে দেশের বিভিন্ন স্থানে সংযোগ দেয়ার পাঁয়তারা করছে। তা কোন অবস্থাতেই হতে দেয়া হবে না। গ্যাস লাইন সিদ্ধিরগঞ্জ নিতে দক্ষিন মুরাদনগরের ৬ ইউনিয়নের শত শত কৃষকের কয়েকশ বিঘা জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গ্যাস সংযোগ না দিলে সর্বদলীয় সংগ্রাম কমিটির মাধ্যমে সহসাই তা’ প্রতিরোধ করা হবে। উল্লেখ্য, উক্ত ৬ ইউনিয়নে গ্যাসের দাবিতে আগামী শনিবার ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবু মুছা সরকারের আহবানে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি গ্যাসের দাবিতে বিভিন্ন কর্মসূচী দেয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …