মুরাদনগর, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে শনিবার এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ডিজে একাদশকে ১ রানে হারিয়ে সিএমসি একাদশ জয়লাভ করে। উক্ত খেলায় সীমিত ২০ ওভারে ডিজে একাদশ টসে জয়লাভ করে।
সিএমসি একাদশকে ব্যাট করার আমন্ত্রন জানায়। সিএমসি একাদশ ১৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। ডিজে একাদশ ১০৩ রানের লক্ষে খেলতে নেমে সিএমসি একাদশকে জ্যাকি, রাজিব ও ইসমাইলের বিধ্বংশী বলিয়ের কাছে শেষ বলে শেষ উইকেটটি হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। ফলে সিএমসি একাদশ ১ রানে ডিজে একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জ্যাকি। খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী সিএমসি একাদশকে ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ও পরাজিত ডিজে একাদশকে ১৪ ইঞ্চি সাদাকালো টিভি তুলে দেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মনিরুল হক মানিক। মাসুদ মিয়ার সভাপতিত্বে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন, ইলিয়াছ মিয়া, কায়েদে আজম, কৃঞ্চ পদ দেব, খাইরুল ইসলাম, কবির মিয়া ও শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও আশ-পাশের বিভিন্ন গ্রামের বিভিন্ন পেশাজীবী লোকজনসহ প্রায় ৪/৫ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
Discussion about this post