Home / প্রযুক্তি / মোবাইলের ফ্রি অ্যাপস ব্যাটিরি খায় বেশি

মোবাইলের ফ্রি অ্যাপস ব্যাটিরি খায় বেশি

সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, মোবাইলের জন্য বিনামূল্যে যেসব অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেগুলো হ্যান্ডসেটের ব্যাটারি অধিক খরচ করে থাকে। খবর বিবিসির। গবেষকরা জানিয়েছেন, এসব বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীরা বিনামূল্যে ডাউনলোড করলেও ডেভেলপাররা আয়ের উদ্দেশ্যে তৃতীয়পক্ষের বিজ্ঞাপন যোগ করে দেন। এই বিজ্ঞাপনগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখাতে গিয়েই মোবাইলের ব্যাটারি অতিরিক্ত খরচ হয়। বিবিসি জানিয়েছে, গবেষকরা অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোন চালিত হ্যান্ডসেটে বিশেষ ধরনের টুল ব্যবহার করে পরীক্ষার মাধ্যমে এসব তথ্য জানতে পেরেছেন। তারা জানিয়েছেন, তারা এমনও অ্যাপ্লিকেশন দেখেছেন যেটির ৭৫ শতাংশ পাওয়ারই খরচ হয়েছে কেবল বিজ্ঞাপনের জন্য। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের লেখক অভিনব পাঠক বলেছেন, অ্যাপ্লিকেশন ডেভেলপারদের উচিৎ ব্যাটারি খরচের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া।

About

আরও পড়ুন...

কঠোর হচ্ছে ফেসবুক, যা আছে নতুন নীতিমালায়

চলতি বছরের অক্টোবর থেকে নীতিমালায় (Terms of Service) কিছু পরিবর্তন আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম …