কুয়েত মহানগর বি এন পি’র সহ সাধারন সম্পাদক মোশারফ হোসেনের পিতা মরহুম মোহাম্মদ ফজলুল হক’র মৃত্যুতে ১৭ ই অক্টোবর কুয়েত সিটির গুলশান হোটেলে মহানগর বি এন পি’র উদ্যোগে আয়োজন করা হয় শোক সভা ও দোয়া মাহফিল।সভায় সভাপতিত্ব করেন মহানগর বি এন পি সভাপতি মোতালেব হোসেন।
অনুষ্টান পরিচালনা করেন মহানগর বি এন পি সাধারন সম্পাদক-মোস্তাফিজুর রহমান।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুয়েত বি এন পি’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম,সহ সভাপতি মোঃ ইউসুফ,সহ সাধারন সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু,অলি উল্লাহ,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মায়মুন,সহ সাংগঠনিক সম্পাদক আ ন ম তোহা মিলন,দপ্তর সম্পাদক ডি এম ওয়ারিস,সাহিত্য সম্পাদক আব্দুল হাই সেলিম,ফরওয়ানীয়া প্রদেশ সাধারন সম্পাদক সফি উল্লা লিটন,সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের,আবদূর রহিম,হুমায়ুন কবীর,মোজাম্মেল হক রুমেল,মশিউর রহমান প্রমুখ।মরহুম ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ওলামাদল কুয়েতের আহবায়ক মাওলানা নুরুন নবী।
উল্যেখ্য মোশারফ হোসেনের পিতা গত ১৫ ই অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছিলেন।