ঈদের আরটিভিতে বিশেষ নাটক জমজ-৯ এ মোশাররফ করিমের সাথে অভিনয় করছেন শওকত সজল। তিনি জমির দালালের চরিত্রে অভিনয় করছেন। মোশাররফ করিমের বোন মনিরা মিঠু তার জমি বিক্রয় করবেন। মাষ্টার অলিউর রহমান রুমি দালাল হিসেবে শওকত সজলকে জমি ক্রয় করতে নিয়ে গিয়েছেন। মোশাররফ করিম দালাল শওকত সজলকে ধোলাই করে বিদায় করেন। নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮.৩৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে। নাটকটির রচনা-অনিমেষ আইচ,পিরিচালনা-আজাদ কালাম। অভিনয় করেন মোশাররফ করিম, মনিরা মিঠু, অলিউর রহমান রুমি, শওকত সজল,এনি খান, বাবলু ,উৎস ও আরও অনেকে।
Discussion about this post