Home / দেশ / ময়মনসিংহে বালু বোঝাই ট্রাক চাপায় নিহত ৬

ময়মনসিংহে বালু বোঝাই ট্রাক চাপায় নিহত ৬

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ মোড় বাসষ্ট্যান্ড এলাকায় বালুবোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকা থেকে বালু বোঝাই একটি ট্রাক শহরের পাটগুদাম ব্রীজ মোড় বাসষ্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে গেলে ট্রাকটি সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি রাস্তা থেকে প্রায় ৩ ফুট নিচে পড়ে যায়। এতে ৫ সিএনজি যাত্রী ও পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত কমপক্ষে ১৫ জনকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ‘বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।’

আরও পড়ুন...

দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই বিমান ম্যানেজার হাফিজ

কুয়েত প্রতিনিধি: পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করলে সুফল বয়ে আনবেই, বিদায় কালে এমনটাই বললেন কুয়েতে …

error: Content is protected !!