ময়মনসিংহ ব্যুরো ॥ ময়মনসিংহ শহরের আকুয়া সেনবাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় দৈনিক প্রথম ভোর পত্রিকায় ময়মনসিংহের ক্রাইম রিপোর্টার গত ২৩শে জুন দিবাগত রাত ১টার দিকে বাড়ী ফেরার সময় মাদক সেবীদের দ্বারা হামলার স্বীকার হয়েছেন বলে জানাগেছে। জানাগেছে, মাছুম নামের এক ব্যক্তি কর্তৃক সাংবাদিক ওয়াহিদ খান বেধড়ক মারপিটের স্বীকার হন। এতে সাংবাদিক ওয়াহিদ খান মারাত্মক আহত হন। তার মোটর সাইকেলও তিগ্রস্থ হয়েছে। সাংবাদিক ওয়াহিদের বাসা শহরে আকুয়া পাঠান বাড়ীতে। এ ব্যাপারে সাংবাদিক ওয়াহিদ খান ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন। আকুয়া সেনবাড়ী এলাকায় খান নোমান একজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী বলে দাবী করা হয়েছে। খান নোমানকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য সাংবাদিক ওয়াহিদ খান একাধিকবার সতর্কও করে দিয়েছিলেন। পরবর্তীতে সাংবাদিক ওয়াহিদ খান মাদক সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। এর জের ধরে তার বড় ভাই মাছুম ুব্ধ হয়। গত ২৩ জুন রাত ১ টার দিতে সাংবাদিক ওয়াহিদ খান সংবাদপত্রের কাজ শেষ করে যখন বাসায় ফেরার পথে নোমানের বড় ভাই খান মাছুমের নেতৃত্বে একদল লোক তার উপর ঝাঁপিয়ে পরে। সংবাদ প্রকাশ করায় প্রথমে ওয়াহিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । পরে আকুয়া মাদ্রাসা কোয়াটার মসজিদের সামনে নিয়ে বেদম প্রহার করে। খান মাছুম ও খান নোমানের নামে মাদক মামলা রয়েছে বলে জানাগেছে। এসময় তারা শাসিয়ে দেয় মাদক সংক্রান্ত সংবাদ আর যেন প্রকাশ না করা হয় । মাদক সম্পর্কে সংবাদ প্রকাশ করলে প্রানে মেরে ফেলা হবে।
Discussion about this post