মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে ঝড়ে পড়া ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা অনুদানের অর্থ বিতরন করলেন পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। গতকাল ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের আওতায় বাঘমারায় কর্নফুলি ক্লাষ্টার সেন্টারে ২ শত ৩ জন ছাত্রছাত্রীর মাঝে ৯ লাখ ১৩ হাজার টাকা বিতরন করা হয়। এ সময় নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেন, ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-২ মো: নজরুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: শরাফ উদ্দিন শরাফ, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা: রোকশানা পারভীন কাজল, প্রকল্পের ভারপ্রাপ্ত টাউন ম্যানেজার মো: রকীব হোসেন, মো: আলাউদ্দিন প্রমুখ। এর আগে সকালে ১ নং ওয়ার্ডের পদ্মা ক্লাষ্টারে ১ শত ৩০ জন ছাত্রছাত্রীর মাঝে ৫ লাখ ৮৫ হাজার টাকা বিতরন করা হয়। এ সময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার আতিয়া মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর এলাকার ৭টি ক্লাষ্টারের মাধ্যমে ১৭ শত ২৯ জন এর মাঝে ৬৯ লাখ ২৯ হাজার ২ শত ১ টাকা বিতরন করা হয়। ময়মনসিংহ পৌরসভায় বাস্তবায়িত নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় ময়মনসিংহ পৌরসভার দরিদ্র হতদরিদ্র পরিবারের ঝড়ে পড়া ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তার অনুদানের অর্থ বিতরন করা হয়।
গৌরীপুরে ফাঁসিতে ঝুলে গৃহ বধূর আত্মহত্যা
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহের গৌরীপুরে ৩১জুলাই মঙ্গলবার রাতে বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়ভাগ গ্রামের শাহানা (২৮) নামের এক গৃহ বধূ বসত ঘরের ভিতরে ঘুমন্ত ছেলে-মেয়ের পাশেই ফাঁিসতে ঝুলে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। এবিষয়ে গৌরীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছ। অপমৃত্যু মামলা নং ০৩। নিহতের স্বামী মোঃ হেলাল উদ্দিন জানায়, প্রায় ১১বছর বিবাহিত জীবনে তাদের স্বর্ণা আক্তার (৬) ও শ্রাবণ মিয়া (৪) নামের ২টি সন্তান রয়েছে। ঘটনার দিন সহপরিবার একত্রে ইফতার করে সন্ধ্যা পর হেলাল উদ্দিন পাশের বাজারে বাজার করে স্থানীয় মসজিদে তারাবীর নামাজ পড়েন। সে নামাজ শেষে রাত আনুমানিক ৯.৩০ মিঃ বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখেন তার স্ত্রী শাহানা ঘরের ভিতরে বাঁশের ধন্যায় প্লাস্টিকের দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে। এসময় ঝুলন্ত লাশের পাশেই চৌকিতে তাদের ২সন্তান ঘুমিয়ে থাকায় তাদের ডেকে তোলেন। ছেলে-মেয়ে ঘুম থেকে উঠে তাদের পাশেই মাকে দড়িতে ঝুলতে দেখে হত-বিহব্বল হয়ে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ ও গৌরীপুর থানার এসআই খলিলুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসীর উপস্থিতিত পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। অপরদিকে রবিবার রাত ৮টায় পৌর এলাকার বাড়ীওয়ালা পাড়ায় ডিস ক্যাবলের তারে বিদ্যুতায়িত হয়ে সঞ্চিতাদে(২৪) নামের এক গৃহ বধূর ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ীওয়ালা পাড়ার বাসিন্দা সুজিতদে‘র স্ত্রী সঞ্চিতাদে রাতে গৃহ কর্মের এক ফাঁকে ঘরে থাকা টিভিতে ডিস ক্যাবলের জ্যাক লাগাতে গিয়ে এ দূর্ঘটনার স্বীকার হন। জানা যায়, সঞ্চিতাদে‘র ঘরে ডিস সংযোগের ক্যাবল তার দিয়ে এসময় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল।
Discussion about this post