Home / দেশ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / যক্ষা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা

যক্ষা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যক্ষা রোগ প্রতিরোধে সুশীল সমাজে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আবু সাঈদ।
জেলা নাটাব সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক মোহাম্মদ আরজু, জয়দুল হোসেন, আব্দুন নূর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আগজার বশির। আলোচনা সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

About

আরও পড়ুন...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৫ ডিসেম্বর রাতেই সরকারি বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে …

error: Content is protected !!