Home / বিনোদন / যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্ম বিয়েতে আগ্রহী নয়-

যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্ম বিয়েতে আগ্রহী নয়-

বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রে বিয়ের ব্যাপারে দিন দিন নারী-পুরুষের আগ্রহ কমে যাচ্ছে। ম্যাচ ডট কমের উদ্যোগে বিংহামটন বিশ্ববিদ্যালয় ৫ হাজার ৫৪১ জন অবিবাহিত নারী-পুরুষের ওপর জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। কেন অবিবাহিত, বিবাহিত জীবনে কতটা সুখী, প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন কি না, এ রকম বিভিন্ন প্রশ্নের উত্তরে ২১ বছরের ৪০ শতাংশ নারী-পুরুষ বলেছেন, তারা বিয়ে করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ২৭ শতাংশ জানান, তারা মনে করেন সম্পর্কের পরিণতি বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়াটা দরকার। আর ৩৪.৫ শতাংশ মনে করেন, বিয়ে করাটা খুবই জরুরি। এদের প্রায় সবাই বিয়ের চেয়ে সম্পর্ক প্রেমের মধ্যেই আবদ্ধ রাখতে চান। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাজতাত্তি্বক মাইকেল রজেনফেল্ড এ প্রসঙ্গে বলেন, এটা সত্যি যে নতুন প্রজন্মের অনেকেই বিয়ের ব্যাপারে আগ্রহী নন। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রণয় সম্পর্কের পরিণতি বিয়েতেই হওয়া উচিত।

About

আরও পড়ুন...

কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন’র আয়োজনে T20-প্রীতি ম্যাচ

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে প্রবাসী ক্রীড়া প্রেমীদের উৎসর্গে T20-প্রীতি ক্রিকেট ম্যাচ- ২০২১ আয়োজন করা …